ভারতীয় মুসলিমরা রবিবার রমজান মাসের প্রথম দিন রোজা ভেঙে ইফতার করছেন; নয়াদিল্লির ১৭ শতকে নির্মিত ঐতিহাসিক জামে মসজিদে।
সারা দিনের রোজা ভেঙে ইফতার করতে মসজিদের মূল চত্বরে সমবেত হয়েছে বহু পরিবার।
দিল্লির বাসিন্দা রেহান আনসারি বলেন, বর্তমানে চলমান যুদ্ধ বন্ধের জন্য তিনি মোনাজাতও করেছেন।
মুসলিমদের চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার উপর নির্ভর করে প্রতি মাসের শুরু ও শেষ।
রমজান হল ইসলামি ক্যালেন্ডারের নবম মাস এবং এই মাস শেষ হয় ঈদ-উল-ফিতর উৎসবের মধ্য দিয়ে।