অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইউক্রেন বিষয়ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে সমবেত হয়েছেন বিশ্বনেতারা

ইউক্রেন বিষয়ক শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে সমবেত হয়েছেন বিশ্বনেতারা


ইউক্রেনের যুদ্ধ ও ইউরোপ মহাদেশজুড়ে প্রতিরক্ষা জোরালো করার বিষয়ে আলোচনা করতে লন্ডনে এক শীর্ষ সম্মেলনে পৌঁছেছেন ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি-সহ বিভিন্ন দেশের নেতারা। রবিবার, ২ মার্চ, ২০২৫।

আলাপ-আলোচনায় মোট ১৮টি মিত্র দেশের নেতা অংশ নেন।

নেতারা নিরাপত্তায় আরও ব্যয় করার এবং ইউক্রেনে কোনও অস্ত্রবিরতির সুরক্ষার ক্ষেত্রে একটি জোট গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সাথে রেখে কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেয়া যায় এবং ইউরোপের ভবিষ্যত প্রতিরক্ষা কীভাবে শক্তিশালী করা সম্ভব তা নিয়ে আলোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে জেলেন্সকির নাটকীয় বাকবিতণ্ডার দুই দিন পর এই সম্মেলনে ইউক্রেনের নেতার উপস্থিতি।

যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ না করায় জেলেন্সকিকে তীব্র ভর্তসনা করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কোনো নিশ্চয়তা না থাকায়, ইউরোপকেই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে বলেছেন স্টারমার।

তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইউরোপের বেশ কয়েকটি দেশ যেকোনো যুদ্ধবিরতি রক্ষা করতে সাহায্য করতে প্রস্তুত।

"এখন আরও কথা বলার সময় নয় — এখন কাজ করার সময়। এটি এগিয়ে আসার, নেতৃত্ব দেওয়ার এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য একটি নতুন পরিকল্পনার চারপাশে ঐক্যবদ্ধ হওয়ার সময়," স্টারমার বলেছেন।

বৈঠকের আগে ল্যাঙ্কাস্টার হাউসের প্রবেশপথে জেলেন্সকিকে আলিঙ্গন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার।

ল্যাঙ্কাস্টার হাউসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমারের পাশাপাশি আর যারা জেলেন্সকিকে অভ্যর্থনা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি।

শীর্ষ সম্মেলনের প্রবেশপথের দু'পাশে ছিল বেগুনি রঙের ব্যানার, যার শিরোনাম—“আমাদের ভবিষ্যতকে সুরক্ষিত করা।"

এই সম্মেলনে জার্মানি, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, কানাডা, ফিনল্যান্ড, সুইডেন, চেক রিপাবলিক ও রোমানিয়ার নেতারাও যোগ দিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্টরাও এতে অংশ নেন।

ল্যাঙ্কাস্টার হাউস ১৯ শতকে নির্মিত এক সুবৃহৎ অট্টালিকা; এটি বাকিংহ্যাম প্যালেসের কাছে অবস্থিত।

XS
SM
MD
LG