রমজান মাস এলেই ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার হয়ে ওঠে ইফতারের গন্তব্য। শত বছরের ঐতিহ্য বহনকারী এই বাজারে নানা ধরনের সুস্বাদু ও বাহারি ইফতার পাওয়া যায়। হালিম, বোরহানি, বাটারফ্রাইড চিকেন, শাহী জিলাপি, এবং বিখ্যাত ‘বড় বাপের পোলায় খায়’ সহ অসংখ্য পদ এখানে পাওয়া যায়। বিকেলের আগেই এখানে ভিড় জমে যায়, আর চারপাশে ছড়িয়ে পড়ে সুগন্ধ।