অ্যাকসেসিবিলিটি লিংক

 
অস্কার মনোনীতরা রবিবারের অনুষ্ঠানের আগে নৈশভোজের জন্য সমবেত হন

অস্কার মনোনীতরা রবিবারের অনুষ্ঠানের আগে নৈশভোজের জন্য সমবেত হন


অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পাঁচ দিন আগে একটি ককটেল রিসেপশন, ডিনার এবং গ্রুপ ছবি তোলার জন্য সমবেত হয়েছেন হলিউডের তারকারা। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫।

এই বছরের পুরষ্কারের জন্য যারা মনোনীত হয়েছে তাদের মধ্যে প্রায় সবাই এই নৈশভোজে অংশ নিয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন নামকরা অভিনেতারা যেমন ডেমি মোর, জোই সালদানা, সিন্থিয়া এরিভো, টিমোথি শ্যালামে, আরিয়ানা গ্রান্ডে, এড্রিয়েন ব্রোডি, সেবাস্টিয়ান স্ট্যান এবং রেফ ফাইন্সসহ আরও অনেকে।

এটি এক ধরনের অস্কার ওরিয়েন্টেশন অনুষ্ঠান ছিল।

মঙ্গলবার রাতে অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি অস্কারের বার্ষিক মধ্যাহ্নভোজ হিসেবে কাজ করেছে, যা সাধারণত অনুষ্ঠানের এক মাস আগে অনুষ্ঠিত হয়। তবে এই বছর এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে স্থগিত করা হয়েছিল।

ভোটগুলি আগেই গণনা করা হয়ে গেছে এবং বিজয়ীরা ইতোমধ্যে নির্ধারিত। তাই পুরস্কারের দীর্ঘ মৌসুম একসঙ্গে কাটানো প্রতিযোগীরা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন, এবং পরিবেশ ছিল আনন্দময়।

XS
SM
MD
LG