অ্যাকসেসিবিলিটি লিংক

 
ড্রোন ফুটেজে বতসোয়ানার রাজধানী গ্যাবরোনে ভয়াবহ বন্যার চিত্র দেখা যাচ্ছে 

ড্রোন ফুটেজে বতসোয়ানার রাজধানী গ্যাবরোনে ভয়াবহ বন্যার চিত্র দেখা যাচ্ছে 


ড্রোন ভিডিওতে দেখা যাচ্ছে, আকস্মিক বন্যার পর বতসোয়ানার রাজধানী গ্যাবরোনে একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে এই বন্যার কারণে এখনো পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছে।

রাজধানী গ্যাবরোনে স্থানীয় বাঁধ উপচে পড়ে। ফলে প্রচুর গাড়ি ভেসে গেছে এবং বহু বাড়িঘর আংশিকভাবে তলিয়ে গেছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বৃষ্টি হওয়ার পর কর্তৃপক্ষ স্কুল এবং রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে।

দেশটির রাষ্ট্রপতির জন্য মন্ত্রী মোয়েতি মোহওয়াসা একটি সরাসরি ভাষণে বলেছেন যে মোচুডি এবং কগাটলেং ও ত্লোকওয়েং জেলার কিছু অংশসহ অন্যান্য এলাকা এখনও বন্যায় আক্রান্ত হচ্ছে।

XS
SM
MD
LG