ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সাউথ ডাকোটা রাজ্যের রিপাবলিকান নেতা এবং সেনেট মেজরিটি লিডার জন থুনের অফিসে যুক্তরাষ্ট্রের দুই পক্ষের সেনেটরদের সঙ্গে দেখা করে গ্রুপ ছবির জন্য পোজ দেন। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।
এর আগে ম্যাক্রোঁ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং দুজনে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ অবসানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনে ইউরোপীয় সেনাদের শান্তিরক্ষী হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক।
দিনব্যাপী আলোচনার সময় ট্রাম্প এবং ম্যাক্রোঁ ইউক্রেন নিয়ে তাদের মতপার্থক্যও জনসমক্ষে তুলে ধরেন।
ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন, কিন্তু তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক বলতে অস্বীকৃতি জানান। ম্যাক্রোঁ বলেন এটা পরিষ্কার যে এই সংঘাতে রাশিয়া “হচ্ছে আগ্রাসী।”
ট্রাম্প যত শীঘ্র সম্ভব যুদ্ধ বিরতির জন্য আশা প্রকাশ করেন এবং বলেন যে তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধ বিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন চুক্তি নিয়ে সমঝোতা হলে তিনি মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন।
অন্যদিকে, ম্যাক্রোঁ আরও ধীর গতির প্রচেষ্টার আহ্বান জানান, যুদ্ধ বিরতি দিয়ে যার শুরু, পরে নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি চুক্তি।
দুই নেতা অবশ্য শান্তি চুক্তি সম্পন্ন হবার পরে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে একমত হন।