বলিউড তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ কুম্ভ মেলায় উপস্থিত হয়েছেন এবং তিন নদীর সঙ্গমস্থলে পবিত্র ডুব দিয়েছেন।
ডুব দেওয়ার পর কাইফ বলেন, “আমি খুব খুশি। এখানে আসতে পারে আমি খুবই কৃতজ্ঞ। এটা অত্যন্ত সুন্দর জায়গা।”
ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ভূগর্ভে এটি প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হয়—এই তিন পবিত্র নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ চলাকালে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়।
প্রতি ১২ বছরে একবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪০ কোটি ভক্ত ও পূণ্যার্থী এই মেলায় অংশ নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের উত্তরাঞ্চলে প্রয়াগরাজে নদীর পাড়ে ৪ হাজার হেক্টর (৯৯০০ একর) জায়গা জুড়ে নির্মিত অস্থায়ী শহরে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই সুবিশাল জায়গা সাড়ে ৭ হাজার ফুটবল মাঠের সমান।