ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার সকালে (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে পৌঁছেছেন।
ইউক্রেন নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থান এবং তিন বছরের সংঘাত প্রসঙ্গে মস্কোর প্রতি তার নমনীয় মনোভাব ইউরোপ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে তাদের বৈঠক।
ট্রাম্প বিশ্বকে চমকে দিয়ে সম্প্রতি ঘোষণা করেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে প্রস্তুত এবং ইউরোপীয় দেশ বা কিয়েভকে বাদ দিয়েই এই আলোচনা করতে চান।
ম্যাক্রোঁ আশা করছেন যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ইউরোপীয় নেতাদের অন্তর্ভুক্ত করার জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে পারবেন।
ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে একজন "স্বৈরাচারী" বলে অভিহিত করেছেন, যা দুই নেতার মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
তিনি আপাতদৃষ্টে ইঙ্গিত দেন যে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনই দায়ী ছিল। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে কিয়েভ আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে পারতো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় কিয়েভে সাংবাদিকদের বলেন, ট্রাম্প মস্কোর দেয়া 'ভুল তথ্যের জগতে' বাস করছেন।
পরে তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট পদ ত্যাগ করতে প্রস্তুত, যদি তা ইউক্রেনের শান্তি বা নেটো সদস্যপদ নিশ্চিত করতে সহায়তা করে।
ম্যাক্রোঁ বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে চান যে ইউক্রেনে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি দুর্বলতা প্রদর্শন করা আমেরিকা এবং ইউরোপ, উভয়েরই স্বার্থের বিরুদ্ধে।
ট্রাম্প এবং ম্যাক্রোঁ সোমবার দুপুরে একটি যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করার কথা রয়েছে।