অ্যাকসেসিবিলিটি লিংক

 
উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা

উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা


জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণপদযাত্রার আয়োজন করা হয়। বিকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এসে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে বেলা তিনটার পর শিক্ষাভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তারা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দেয়।

পরে আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেললে মুখোমুখি অবস্থান নিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বাধার মুখে রাস্তায় বসেই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের যৌক্তিক সংস্কারের দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে এ পদযাত্রা করে আন্দোলনকারীরা।

পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়নবিরোধী সংক্ষিপ্ত সমাবেশে ‘পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা’, ‘নারী থেকে নারীতে, ছুঁয়ে যাক প্রতিবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

ওদিকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন"।

তিনি দাবি করেছেন, "আওয়ামী লীগের দোসররা ডেস্কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা।"

মেয়েদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমাদের মা-বোনদের যেন কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে আমরা সব সময় সজাগ আছি। আইনশৃঙ্খলা আমি এসে যেভাবে পেয়েছি, তার চেয়ে উন্নতি হয়েছে কি না, সেটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম।"

ঢাকাসহ দেশের যে সকল জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে সেসকল জায়গায় সোমবার সন্ধ্যা থেকেই টহল বাড়বে বলে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

XS
SM
MD
LG