নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও তার সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের জানাজায় বৈরুতের উপকণ্ঠে এক বিশাল স্টেডিয়ামে সমবেত হয়েছে হাজার হাজার শোকার্ত মানুষ।
সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নাসরাল্লাহ নিহত হয়েছিল এবং এরই এক সপ্তাহ পরে আরেক হামলায় সাফিয়েদ্দিনকে হত্যা করা হয়।
জানাজাস্থলে যাওয়ার পথে নাসরাল্লাহ ও তার সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনের বিশালাকার ছবি দক্ষিণ বৈরুতের একাধিক দেওয়াল ও সেতুতে সাঁটা হয়েছে।
রাজধানীর উপকণ্ঠে কামিলশামুন স্পোর্টস সিটি স্টেডিয়ামের মাঠেতৈরি করা মঞ্চের উপর একটি ছবি ঝোলানো হয়েছে; এখানেই দুই নেতার জানাজার আয়োজন করা হয়েছে।
শনিবার থেকে বৈরুতে যাওয়ার রাস্তা হিজবুল্লাহ সমর্থকবাহী গাড়ির চাপে যানজট সৃষ্টি হয়েছে; এই দলের শক্তি ঘাঁটি দক্ষিণ লেবানন থেকে তারা আসছে; হিজবুল্লাহ সমর্থকদের আকাশে গুলি ছুঁড়তে নিষেধ করেছে। লেবাননের নানা প্রান্তে এ'ধরনের অনুষ্ঠানে গুলি ছোঁড়া একটা সাধারণ রীতি।
নাসরাল্লাহ ১৯৮২ সালে হিজবুল্লাহর একজন প্রতিষ্ঠাতা ছিলেন। তার নেতৃত্বে সংগঠনটির লাগাতার আক্রমণের মুখে ইসরায়েল ২০০০ সালের মে মাসে দক্ষিণ লেবাননে ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটায়। এর ফলে তিনি পুরো আরব বিশ্বে খ্যাতি অর্জন করেন।