অ্যাকসেসিবিলিটি লিংক

বলিভিয়ার এক উৎসবের উদ্বোধনে হাজার হাজার সঙ্গীতশিল্পী একসঙ্গে গান পরিবেশন করলেন


বলিভিয়ার ওরুরো উৎসব শুরু হল সঙ্গীতের এক অনন্যসাধারণ মূর্চ্ছনায়। বলিভিয়ার দ্বিশতবর্ষে নিবেদিত ২৩তম সংস্করণ পালন করতে কমপক্ষে ৭০টি ব্যান্ড ও ৫ হাজারের বেশি সঙ্গীতশিল্পী একসঙ্গে পারফর্ম করেছেন। শনিবার, ২২ ফেব্রুয়ারি।

এই উৎসবে তাল মিলিয়ে বাদ্যযন্ত্র পরিবেশন ও নৃত্যের উজ্জ্বল প্রদর্শনী ছিল। বলিভিয়ার বিভিন্ন অঞ্চল থেকে একাধিক ব্যান্ড এই এতে যোগ দিয়ে আঞ্চলিক গান ও সুরের তালে মাতিয়ে দেয়। এই উৎসব ১ মার্চের মূল অনুষ্ঠানের ভূমিকা মাত্র; ওরুরোর পৃষ্টপোষকদের সামনে ধর্মীয় আশীর্বাদ নিয়ে শুরু হয়েছে এই উৎসব।

ইউনেস্কোর বিবরণ অনুযায়ী, প্রতি বছর আয়োজিত উজ্জ্বল সাংস্কৃতিক উৎসব হিসেবে ওরুরো কার্নিভাল মিশিয়ে দিয়েছে প্রাক-কলম্বিয়ান ও খ্রিস্টিয় ঐতিহ্য—গান, নাচ ও বিচিত্র পোশাক-পরিচ্ছদের মাধ্যমে। এর সমৃদ্ধ সাংস্কৃতিক গুরুত্ব, ঐতিহাসিক ধারাবাহিকতা এবং আন্দিয়ান ও ঔপনিবেশিক প্রভাবকে সংরক্ষণ করার জন্য এই অনুষ্ঠানকে বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG