ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, হামাস চারজন ইসরায়েলি জিম্মির কফিন রেড ক্রসের কাছে হস্তান্তর করছে। বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫।
মৃতদেহগুলোর মধ্যে ছিল শিশু কফির বিবাস এবং তার চার বছরের ভাই আরিলনের মৃতদেহ, যারা হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় আটক করা সবচেয়ে কম বয়সী দুজন জিম্মি।
চারটি কালো কফিন একটি মঞ্চে রাখা ছিল। রেডক্রসের যানকে তারপর হস্তান্তরের স্থান থেকে কফিনগুলি নিয়ে যেতে দেখা যায়।
হামাস গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় দুই শিশুর মৃতদেহ, তাদের মা শিরি বিবাসের মৃতদেহসহ চতুর্থ জিম্মি, ওদেদ লিফশিৎসের মৃতদেহ হস্তান্তর করেছে। যুদ্ধবিরতি চুক্তিটি গত মাসে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় সম্পন্ন হয়।
হস্তান্তরটি বর্তমান চুক্তির আওতায় প্রথম মৃতদেহ হস্তান্তর। ইসরায়েল বলছে, ঐসব মৃতদেহের ডিএনএ পরীক্ষা সম্পন্ন না করা পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করবে না।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।