অ্যাকসেসিবিলিটি লিংক

তাসমানিয়ার সমুদ্র সৈকতে বিপুল পরিমাণে ডলফিন ভেসে উঠেছে


অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি নির্জন সৈকতে ১৫০টিরও বেশি প্রাণঘাতী তিমির মত দেখতে বড় বড় ডলফিন ভেসে উঠেছে। বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনার পর বেঁচে থাকা অধিকাংশ বড় ডলফিনগুলিকে উদ্ধার করার চেষ্টা করছে।

একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিপন্ন প্রজাতির ডলফিনগুলি একটি দীর্ঘ নির্জন সৈকতে আটকে পড়েছে।

এগুলি ২০ ফুট (বা ৬.১ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ৩,০০০ পাউন্ড (বা ১,৩৬১ কেজি) পর্যন্ত ওজন হতে পারে।

তাসমানিয়ার পরিবেশ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পর্যন্ত প্রাথমিক পরীক্ষা অনুযায়ী ১৩৬টি ডলফিন বেঁচে ছিল। তবে সৈকতে আটকে পড়ার কারণ এখনো স্পষ্ট নয়।

ডলফিনগুলি তাসমানিয়া রাজ্যের উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে আটকে পড়েছিল, যা তাসমানিয়ার রাজ্যের রাজধানী হোবার্ট থেকে প্রায় ৪০০ কিলোমিটার (বা ২৫০ মাইল) দূরে।

XS
SM
MD
LG