অ্যাকসেসিবিলিটি লিংক

 
যুক্তরাষ্ট্রের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেলোগ কিয়েভে পৌঁছেছেন

যুক্তরাষ্ট্রের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেলোগ কিয়েভে পৌঁছেছেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিয়োজিত ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলোগ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কিয়েভে পৌঁছেছেন।

তিনি দেশটি পরিদর্শন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে সেখানে রয়েছেন।

কেলোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্ডর সিরস্কির সঙ্গে বৈঠক করবেন।

কেলোগকে কিয়েভের রেলস্টেশনে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ইউক্রেনে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রিজিত ব্রিঙ্ক।

কিয়েভে পৌঁছানোর পর কেলোগ সাংবাদিকদের জানান যে তার মিশনের একটি অংশ হলো শোনা এবং জানতে চাওয়া, তাদের উদ্বেগ কী এবং তারা কোন অবস্থানে রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর এটি কিয়েভে তার প্রথম সফর।

কেলোগ বলেছেন, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তা বুঝতে পারেন।

তিনি বলেন, "আমরা নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজনীয়তা বুঝি। এই জাতির সার্বভৌমত্বের জন্য এটি গুরুত্বপূর্ণ, সে বিষয় আমাদের কাছে অনস্বীকার্য।"

ট্রাম্প মঙ্গলবার আপাতদৃষ্টে ইঙ্গিত দেন যে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেনই দায়ী ছিল। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে কিয়েভ আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে পারতো।

এর আগে ইউক্রেনে যুদ্ধ থামানোর ব্যাপারে সৌদি আরবে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় ইউক্রেন উপস্থিত ছিল না।

ইউক্রেন বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার কথা তোলাতে ট্রাম্প বলেছেন যে তারা তিন বছর ধরে সেখানে ছিল।

"আপনাদের কখনো এটা শুরু করা উচিত হয়নি। আপনারা একটা চুক্তি করতে পারতেন," তিনি বলেন।

রাশিয়া ইউক্রেনকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বিধ্বংসী সংঘর্ষে পরিণত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় কিয়েভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মস্কোর বিরদ্ধে ট্রাম্পকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন।

XS
SM
MD
LG