ভিডিওতে দেখা যাচ্ছে, অবতরণের পর উল্টে যাওয়া একটি ডেল্টা এয়ারলাইন্সের বিমান থেকে যাত্রী ও ক্রু সদস্যরা বের হচ্ছেন। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।
ফ্লাইটে থাকা ৮০ জনের মধ্যে অন্তত ১৮ জন আহত হয়েছেন, তবে সকলেই প্রাণে বেঁচে গেছেন।
একজন কানাডিয়ান এয়ার অ্যাম্বুলেন্স কর্মকর্তা জানান, আহতদের মধ্যে একজন শিশুসহ তিনজনের অবস্থা গুরুতর। এছাড়া আরও ১৫ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।
বিমানটি ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য নিয়ে দুর্ঘটনার শিকার হয়।
ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার পর বিমানের একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে।
টরন্টো পিয়ার্সন বিমানবন্দর জানিয়েছে যে, তারা তীব্র বাতাস এবং তুষারঝড়ের পর শীতল তাপমাত্রার সঙ্গে মোকাবিলা করছে। সপ্তাহান্তের তুষারঝড়ের কারণে বিমানবন্দরে ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারপাত হয়, আর এই পরিস্থিতিতেই এয়ারলাইন্সগুলো মিস হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করার চেষ্টা করছিল।
ফ্লাইটরেডার২৪ এর তথ্য অনুযায়ী, ডেল্টা বিমানটি স্থানীয় সময় দুপুর ২:১৩ নাগাদ ৮৬ মিনিটের ফ্লাইটের পর টরন্টোতে অবতরণ করে এবং রানওয়ে ২৩ ও রানওয়ে ১৫ এর সংযোগস্থলের কাছাকাছি এসে থামে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটটি থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় রিপোর্ট করা আবহাওয়া পরিস্থিতি ছিল দমকা বাতাস এবং ঝড়ো তুষার।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কানাডার তদন্তকারীরা কী কারণে ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পর উল্টে যায় তার তদন্ত শুরু করেছে।