অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইউরোপীয় নেতারা ইউক্রেন সংকট ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্যারিসে সমবেত হয়েছেন

ইউরোপীয় নেতারা ইউক্রেন সংকট ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য প্যারিসে সমবেত হয়েছেন


ইউরোপীয় নেতারা প্যারিসে ইউরোপের নিরাপত্তা ও ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য সমবেত হয়েছেন। সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫।

ইউক্রেন যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং শান্তি আলোচনায় ইউরোপের ভূমিকা থাকবে না- যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন আকষ্মিক নীতির প্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সোমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউরোপীয় নেতারা আলোচনা বসেন।

ব্রিটেন, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস এবং ডেনমার্কের নেতৃবৃন্দ, নেটো প্রধান মার্ক রাট, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ফন ডার লেয়েন তড়িঘড়ি করে ডাকা এই বৈঠকে যোগ দেন।

জরুরি বৈঠকে তারা ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নাটকীয় নীতি পরিবর্তনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে বিভক্ত হন। ফ্রান্স ও ব্রিটেন নিরাপত্তা গ্যারান্টির প্রস্তাব করলে, জার্মানি সেনা মোতায়েনের প্রস্তাব নিয়ে আপত্তি প্রকাশ করে। দ

ইতালির মেলোনি ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তা নিয়ে যেকোনো আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরে বলেন যে বৈঠকটি যেন "ট্রাম্প বিরোধী" উদ্যোগ না হয়।

প্যারিসে বৈঠকের পর কোনো যৌথ বিবৃতি বা বড় ধরনের ঘোষণা দেওয়া হয়নি। অংশগ্রহণকারীরা জানান যে এটি ইইউ বা নেটোর মতো ফোরাম থেকে হওয়া উচিত।

XS
SM
MD
LG