জর্ডানের বাদশাহ আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করার জন্য হোয়াইট হাউসে পৌঁছান। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫।
ট্রাম্পের সাথে তাদের বৈঠকের আগে বাদশাহ আবদুল্লাহ এবং জর্ডানের যুবরাজ হুসেইনকে হোয়াইট হাউসের ড্রাইভওয়েতে দেখা গেছে।
ওভাল অফিসে দুই নেতার বৈঠকের সময় ট্রাম্প বলেন যে যদি জর্ডান, মিশর এবং অন্যান্য আরব দেশগুলো গাজা থেকে বিপুল সংখ্যক শরণার্থী গ্রহণ করতে রাজি না হলেও তিনি সেসব দেশে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করবেন না।
সাংবাদিকরা বাদশাহ আবদুল্লাহকে একাধিকবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য নতুনভাবে গঠন করার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা সত্ত্বেও তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি, এবং গাজা থেকে বড় সংখ্যায় নতুন শরণার্থী গ্রহণ করা নিয়েও কিছু বলেননি।
বাদশাহ আবদুল্লাহ বলেছেন যে মিশর এবং আরব দেশগুলোর একটি পরিকল্পনা রয়েছে যা সকলের মনে রাখা উচিত। '
তিনি ইঙ্গিত দেন যে জর্ডান গাজা থেকে ২,০০০টি অসুস্থ শিশুকে গ্রহণ করবে এবং মিশর একটি পরিকল্পনা উপস্থাপন করবে।
ট্রাম্প আবার বলেন যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারে, তবে তিনি জানান যে এটি কোনো তহবিলের প্রয়োজন ছাড়াই বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, এটি সম্ভব হবে যুক্তরাষ্ট্রের অধীনে, তবে এর মানে কী তা তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি।