প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সোমবার ঘোষণা দেবেন যে যুক্তরাষ্ট্র ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% শুল্ক আরোপ করবে। তিনি আরও বলেন যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে, তাদের ওপরও এ সপ্তাহের পরের দিকে শুল্ক ঘোষণা করবেন তিনি। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ইস্পাতের ওপর ২৫% এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০% শুল্ক আরোপ করেছিলেন। অবশ্য পরে কিছু বাণিজ্য সহযোগীর জন্য ডিউটি ফ্রি কোটা অনুমোদন করা হয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প আবার বলেছেন যে যুক্তরাষ্ট্র গাজার মালিকানা এবং নিয়ন্ত্রণ নেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। হামাস যাতে গাজায় ফেরত আসতে না পারে তা নিশ্চিৎ করা হবে বলে জানান। ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলের সমর্থন পেয়েছে কিন্তু ফিলিস্তিনি নেতৃত্ব এবং আরব দেশগুলো তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।
রবিবার নিউ অরলিন্সে অনুষ্ঠিত সুপার বোলে ফিলাডেলফিয়া ইগলস কানসাস সিটি চীফসকে ৪০-২২ ব্যবধানে পরাজিত করেছে। এর ফলে চীফস পরপর তিনবার শিরোপা জেতার সুযোগ থেকে বঞ্চিত হলো। ইগলসের কোয়াটারব্যাক জেলেন হার্টসকে সুপার বোলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ঘোষণা করা হয়।