যুক্তরাষ্ট্রের রাজধানীতে রনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছেই বুধবার একটি বিমান এবং সেনা হেলিকপ্টারের মধ্যে আকাশে সংঘর্ষ হলে দুটোই বিধ্বস্ত হয়। ঐ বিমান এবং হেলিকপ্টারে মোট ৬৭ জন যাত্রী এবং ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে এদের সবাই নিহত হয়েছেন। অ্যামেরিকান এয়ারলাইন্সের বিমানে যাত্রীদের মধ্যে বিশ্বের শীর্ষ স্থানীয় ফীগার স্কেটাররা ছিলেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার বলেন, প্রায় ৩০ হাজার অভিবাসীকে রাখার জন্য তিনি কিউবার গুয়ান্তানামো বে কারাগার সম্প্রসারণের নির্দেশ দেবেন। সেখানে যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি থেকে বিদেশী সন্ত্রাসীদের কারাগারটি আলাদা।
সাবেক সেনেটার বব মেনেনডেজকে মিশরের চর হিসেবে স্বর্ণ এবং অর্থ ঘুষ নেয়ার দায়ে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ডেমোক্র্যাট মেনেনডেজ পরে সাংবাদিকদের বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।