ওয়াশিংটন, ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের সিসিটিভি ফুটেজে বুধবার ২৯ জানুয়ারির রাতে রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মধ্য আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে ইউএস আর্মির একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের ধাক্কা খাওয়ার মুহূর্তটি ধরা পড়ে।
পেছনে লিংকন মেমোরিয়াল স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ার কারণে রয়টার্স ভিডিওটির অবস্থান নিশ্চিত করতে পেরেছে, যা ফাইল ছবির সঙ্গে মেলে। তারিখটি ভিডিওর টাইমকোডের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যা সরকারি বিবৃতি ও গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলেছে।
ফুটেজে লিংকন মেমোরিয়ালের পেছনে বিমান হেলিকপ্টারের মধ্যে মাঝ আকাশে একটি বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে।
আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে বিমানটিতে ৬৪ জন ছিলেন, যাদের মধ্যে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন হেলিকপ্টারটিতে তিনজন সেনা সদস্য ছিলেন, যেটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। আশংকা করা হচ্ছে কেউ জীবিত নেই।
বিমানটি রেগান বিমানবন্দরের কাছে বরফ শীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আশংকা করা হচ্ছে কেউ জীবিত নেই। ডি.সি. ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেছেন যে উদ্ধার অভিযান এখন মৃতদেহ উদ্ধারের কাজে পরিণত হয়েছে।