অ্যাকসেসিবিলিটি লিংক

লাস ভেগাসের এক ক্যাসিনোতে অল্প সময়ের জন্য হাজির হন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার লাস ভেগাসের এক ক্যাসিনোতে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত হন। বখশিসের উপর কর তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রাক-নির্বাচনী প্রচারে; সেই প্রতিশ্রুতি রাখার বিষয়ে ভাষণ দেওয়ার পর ক্যাসিনোতে হাজির হন তিনি।

সিরকা রিসর্ট অ্যান্ড ক্যাসিনোতে উপস্থিত ব্যক্তিদের অভ্যর্থনা জানান ট্রাম্প এবং খেলোয়াড়দের ডাইস ছোঁড়া মনোযোগ দিয়ে দেখেন।

জনতাকে ট্রাম্প বলেন, “বখশিসের উপর কর নয়।”

গত জুন মাসে লাস ভেগাসে এক প্রচারসভা চলাকালে প্রার্থী হিসেবে ট্রাম্প প্রথম এই ভাবনার কথা ঘোষণা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ লেবার স্ট্যাটিসটিক্সের হিসাব অনুযায়ী, গোটা দেশে সকল রেস্তোরাঁ মিলিয়ে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার খাবার পরিবেশনকারী রয়েছেন; তাদের আয়ের একটা বড় শতাংশ আসে বখশিস থেকে।

লাস ভেগাসে ২৪ ঘন্টা অর্থনীতির চাকাকে সচল রাখেন ওয়েটিং কর্মী, ভ্যালে পার্কার থেকে হোটেল কর্মী ও ক্যাসিনো ডিলাররা; এদের সকলেই বখশিস পান।

XS
SM
MD
LG