নয়াদিল্লিতে বর্ণময় ট্যাবলো, যুদ্ধবিমানের ব্যূহ রচনা ও দুঃসাহসী সৈন্যদের মোটরবাইক কলা-কৌশলের মাধ্যমে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। ১৯৫০ সালে এই দিনে সে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান কার্যকর হয়। রবিবার, ২৬ জানুয়ারি।
নয়াদিল্লির কর্তব্য পথের চারধারে আসন থেকে কুচকাওয়াজ দেখতে রাজধানীতে হাজার হাজার মানুষ সমবেত হন; ভারতের প্রতিরক্ষা বাহিনীর সৈন্যদের মহড়া ও নৃত্য পরিবেশনাকে উল্লাস ও আনন্দধ্বনিতে ভরিয়ে দেন তারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট দ্রৌপদী মূর্মু এবং অন্যান্য রাজনৈতিক ও সরকারি নেতারা এই অনুষ্ঠানে যোগ দেন; প্রধান অতিথি হিসেবে এই উদযাপনে অংশ নেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।
ভারত সরকার বলছে, ৫ হাজারের বেশি শিল্পী ৪৫টি বেশি নৃত্য প্রকরণ পরিবেশন করেছেন। দর্শনার্থীদের দেখার সুবিধার জন্য কর্তব্য পথকে সম্প্রসারিত করা হয়েছে।