ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নয়াদিল্লিতে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে স্বাগত জানান। শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫।
রাষ্ট্রপতি ভবনে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে সুবিয়ান্তোকে অভ্যর্থনা জানানো হয়।
সুবিয়ান্তো প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন।
দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, উভয় দেশ ওই অঞ্চলে শান্তি, নিরাপত্তা, অগ্রগতি এবং নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন যে ভারত এবং ইন্দোনেশিয়া আন্তর্জাতিক আইনের ভিত্তিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারেও একমত।
গত বছরের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সুবিয়ান্তোর প্রথম রাষ্ট্রীয় সফর এটি। দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, "ইন্দোনেশিয়া ভারতেকে একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বিবেচনা করে।"