রিপাবলিকান দলের শীর্ষ আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এজেন্সিগুলোকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে দ্রুত পথ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসলামিক স্টেট এবং আল কায়েদার মত সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি আরও ভালভাবে মোকাবেলা করতে পারে।
হাউস অফ রেপ্রেজেন্টেটিভস -এর হোমল্যান্ড সিকিউরিটি কমিটি বুধবার নতুন এক হুমকি পর্যালোচনা প্রকাশ করে, যেখানে নববর্ষের দিন নিউ অরলিন্স-এ ট্রাক হামলায় ১৪জন নিহত এবং ২০২৪ সালের জুন মাসে ইসলামিক স্টেট-এর সাথে সম্পর্কের সন্দেহে আটজন তাজিক নাগরিককে গ্রেফতারের ঘটনা তুলে ধরা হয়।
“নিউ অরলিন্স সন্ত্রাসী হামলা আমাদের কঠিন ভাবে মনে করিয়ে দেয় যে আমেরিকা এখনো
অবিরাম সন্ত্রাসী হুমকির সম্মুখীন,” কমিটির চেয়ারম্যান রিপাবলিকান রেপ্রেজেন্টেটিভ মার্ক গ্রিন বলেন। “বিদেশী সন্ত্রাসী গোষ্ঠী এবং বিদেশে জিহাদি নেটওয়ার্কগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে মানুষকে উদ্বুদ্ধ করে নিজেদের দলে যোগ দেয়ানর চেষ্টা অব্যাহত রেখেছে।”
গ্রিনের মন্তব্যের সাথে ২০২৩ সালের তৎকালীন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে’র হুঁশিয়ারির প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। রে হুঁশিয়ারি দিয়েছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার পর, যেটা বিশ্বব্যাপী সন্ত্রাসী গ্রুপগুলোকে প্রেরণা দিয়েছিল বলে কর্মকর্তারা মনে করেন।
“আমি এমন কোন সময় দেখি নি, যখন সকল হুমকি বা এত বেশি হুমকি উঠে এসেছে, সব একই সময়ে,” রে সেসময় বলেছিলেন।
গত বছর রে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, ২০২৪ সালের মার্চ মাসে মস্কোর কন্সার্ট হলে ইসলামিক স্টেটের সন্ত্রাসী হামলার আদলে যুক্তরাষ্ট্রের উপর সমন্বিত হামলার সম্ভাবনা নিয়ে এফবিআই ক্রমশ উদ্বিগ্ন হচ্ছিল।
এফবিআই বুধবার জানায় যে, তারপর এমন কিছু হয়নি যা এ’ধরনের আশঙ্কা লাঘব করতে পারে।
“এফবিআই বার বার এবং গত কয়েক বছর ধরে জনসমক্ষে বলে আসছে যে যুক্তরাষ্ট্র একটি উঁচু হুমকির পরিবেশে আছে,” ভিওএ-কে দেয়া এক বিবৃতিতে ব্যুরো জানায়। “নিউ অরলিন্সে নববর্ষের দিন আক্রমণে যেটা প্রমাণিত হল, সেই হুমকি কমে নাই।”
গত অক্টোবর প্রকাশিত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ২০২৫ বার্ষিক হুমকি পর্যালোচনায় একই ভাবে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হুমকির পরিবেশ আগামী এক বছরে উঁচুতে থাকবে।”
এবং তারা বলছে, সবচেয়ে বড় বিপদ আসতে পারে এমন ব্যক্তিদের কাছ থেকে যারা প্রতিষ্ঠিত সন্ত্রাসী গ্রুপের সাথে সম্পৃক্ত নয়।
'জিহাদি পুনরুত্থান হচ্ছে না'
বুধবার মার্ক গ্রিন এই ক্রমবর্ধমান হুমকির জন্য প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, সন্ত্রাসী গ্রুপগুলো “গত চার বছরের নিরাপত্তা ব্যর্থতার জন্য আরও সাহসী হয়ে উঠেছে।”
হাউস কিমিটির “টেরর থ্রেট স্ন্যাপশট” শীর্ষক রিপোর্ট, ২০১২ সালের এপ্রিলের পর থেকে যুক্তরাষ্ট্রের ৩০টি রাজ্যের ৫০টির বেশি সন্ত্রাসী ঘটনা এবং ২০২৩ সালের শুরুর পর থেকে পশ্চিম ইউরোপে ১৮৭টি সন্ত্রাস-সম্পর্কিত গ্রেফতার, আক্রমণ এবং চক্রান্ত তুলে ধরে।
অন্যদিকে, ওয়াশিংটন-ভিত্তিক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) বুধবার এক নতুন রিপোর্টে সাবধান করে দেয় যে, যদিও ইসলামিক স্টেট এবং আল কায়েদার মত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগের কারণ আছে, যুক্তরাষ্ট্রের ভেতরে হুমকি বাড়ছে বলে মনে হচ্ছে না।
“দীর্ঘ মেয়াদী ট্রেন্ড দেখে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রে জিহাদি সন্ত্রাসের পুনরুত্থান হচ্ছে না,” রিপোর্টে বলা হয়।
“ইসলামিক স্টেট এবং আল কায়েদার মত গ্রুপ যুক্তরাষ্ট্রে সরাসরি আক্রমণ পরিচালনার চেয়ে, অনুপ্রেরণা দেয়াতেই বেশি ভূমিকা পালন করছে,” রিপোর্টে বলা হয়। “ইসলামিক স্টেট খেলাফতের পতনের পর জিহাদি সন্ত্রাসী আক্রমণ আগের তুলনায় কম প্রাণহানিকর।”
সিএসআইএস-এর এই রিপোর্ট দেখানো হয়েছে, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ৩৮টি আক্রমণ বা চক্রান্ত নথিভুক্ত করা হয়েছে। কিন্তু ২০২৪ সালের প্রথম ১১ মাসে মাত্র ২১টি আক্রমণ বা চক্রান্ত নথিভুক্ত করা হয়েছে