প্যারিসের এলিসি প্রাসাদে মধ্যাহ্নভোজের জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শোলটজকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫।
আসন্ন জার্মান সংসদীয় নির্বাচনের আগে এটি তাদের অন্যতম প্রধান দ্বিপাক্ষিক বৈঠক।
শোলটজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরিপ্রেক্ষিতে ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশগুলোরও তাদের সার্বভৌমত্ব আগের চেয়ে বেশি রক্ষা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দুই দেশের পক্ষে গাড়ি, ইস্পাত ও রাসায়নিক খাতসহ অন্যান্য খাতকে সহায়তা প্রদান করা গুরুত্বপূর্ণ।