অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কা চীনের সিনোপেকের সাথে হাম্বানটোটায় তেল শোধনাগার দ্রুত সম্পন্ন করতে রাজি


শ্রীলঙ্কার বন্দর শ্রমিকরা নজরদারি সরঞ্জামসহ চীনা গবেষণা জাহাজ ইউয়ান ওয়াং ৫-কে শ্রীলঙ্কার হাম্বানটোটো আন্তর্জাতিক বন্দরে স্বাগত জানাতে চীনা জাতীয় পতাকা ধরে রেখেছে। ফাইল ছবি।
শ্রীলঙ্কার বন্দর শ্রমিকরা নজরদারি সরঞ্জামসহ চীনা গবেষণা জাহাজ ইউয়ান ওয়াং ৫-কে শ্রীলঙ্কার হাম্বানটোটো আন্তর্জাতিক বন্দরে স্বাগত জানাতে চীনা জাতীয় পতাকা ধরে রেখেছে। ফাইল ছবি।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেন, দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি তার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী হাম্বানটোটায় প্রস্তাবিত ৩৭০ কোটি ডলারের তেল শোধনাগার দ্রুত নিষ্পত্তির জন্য চীনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিনোপেকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সাংবাদিকদের বলেন, এই কেন্দ্র থেকে পরিশোধিত জ্বালানির কতটুকু রপ্তানি করা হবে, তা সিনোপেক ও শ্রীলঙ্কা যৌথভাবে নির্ধারণ করবে।

হেরাথ বলেন, “এটি শ্রীলঙ্কার প্রাপ্ত বৃহত্তম বিদেশী বিনিয়োগ প্রকল্পগুলোর মধ্যে একটি। আমরা মনে করছি, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।”

“এই শোধনাগারটি নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এটিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এটি শুরু করতে পারবো।”

তিনি শোধনাগারের পরিকল্পিত ক্ষমতা নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

চীনে সিনোপেকের একজন প্রতিনিধি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এবং শ্রীলঙ্কা অফিস ফোন কলেরও উত্তর দেয়নি।

অর্থনৈতিক অগ্রগতি

শ্রীলঙ্কা বর্তমানে সম্পূর্ণরূপে আমদানি করা তেলের ওপর নির্ভরশীল। এর ফলে প্রতি বছর নগদ অর্থের সংকটে থাকা দেশটিকে কোটি কোটি ডলার ব্যয় করতে হয়। তবে তাদের ছোট কিছু শোধনাগার রয়েছে।

শ্রী লঙ্কা২০২২ সালে তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে বিপর্যস্ত অর্থনীতিকে স্থিতিশীল করতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২০২৩ সালে ২৯০ কোটি ডলারের কর্মসূচি নিশ্চিত করার পর শ্রীলঙ্কা প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি দেখাতে পেরেছে।

সিনোপেক এবং শ্রীলঙ্কা এক মাসের মধ্যে ভূমি, কর এবং জলের সমস্যা সমাধানের জন্য কাজ করবে। হেরাথ বলেন, কলম্বো আশা করে, জাহাজের জন্য জ্বালানী সরবরাহ করে শোধনাগারটি চীনা নির্মিত হাম্বানটোটো বন্দরকে একটি কেন্দ্র হিসেবে কাজ করতে সহায়তা করবে।

গত সপ্তাহে বেইজিং-এ শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে সাক্ষাৎ করলে চীন ও শ্রীলঙ্কা অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন চুক্তিসহ ১৫টি সহযোগিতা দলিল স্বাক্ষর করে।

XS
SM
MD
LG