অ্যাকসেসিবিলিটি লিংক

ড্রোন ভিডিওতে দেখা যাচ্ছে, গাজায় প্রবেশের আগে মিশর সীমান্তে ত্রাণ ও জ্বালানি ভর্তি একাধিক ট্রাক


ড্রোন ভিডিওতে দেখা গেছে, গাজায় প্রবেশের আগে ত্রাণ ও জ্বালানি ভর্তি ট্রাক মিশরের রাফাহ ক্রসিং-এ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। রবিবার, ১৯ জানুয়ারি।

ত্রাণবোঝাই ট্রাকগুলি সামনে অগ্রসর হয়ে ইসরায়েল-নিয়ন্ত্রিত কেরেম শালোম প্রবেশ-কেন্দ্র দিয়ে গাজায় ঢুকবে, এমনটা ধারণা করা হচ্ছে; মিশর থেকে গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ সীমান্ত ক্রসিং-এর মেরামত এখনও বাকি রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে মিশরের দুটি সূত্র।

এই সূত্রগুলি বলেছে, ২০টি জ্বালানি বোঝাই ট্রাকসহ প্রায় ২০০টি ত্রাণ সরবরাহকারী ট্রাক গাজা ভূখণ্ডে প্রবেশের আগে ইসরায়েল-নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং-এ রবিবার পৌঁছতে শুরু করে।

প্রায় তিন ঘন্টা বিলম্বের পর রবিবার সকালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে; এর ফলে ১৫ মাস ধরে চলা যুদ্ধ স্থগিত হয়েছে। এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি চলাকালে প্রতিদিন গাজায় ৬০০টি মানবিক ত্রাণের ট্রাক প্রবেশে অনুমতি দেওয়া হবে; এগুলির মধ্যে ৫০টিতে জ্বালানি বহন করা হবে। উত্তরাঞ্চলের জন্য ৩০০টি ট্রাক বরাদ্দ করা হয়েছে কেননা বিশেষ করে এখানকার বেসামরিক নাগরিকদের অবস্থা অত্যন্ত খারাপ।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

XS
SM
MD
LG