ফুটেজে দেখা গেছে, গাজা সিটিতে হামাস জঙ্গিরা ইসরায়েলি জিম্মিদের ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসে (আইসিআরসি) হাতে তুলে দিচ্ছে। রবিবার, ১৯ জানুয়ারি।
জিম্মিরা আইসিআরসির একাধিক গাড়িতে ওঠেন; সেই সময় মুখোশধারী ও সশস্ত্র হামাস যোদ্ধারা গাড়িগুলিকে ঘিরে রেখেছিল এবং স্লোগান দিচ্ছিল “আল্লাহ সবচেয়ে মহান।”
এর কিছুক্ষণ পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা জিম্মিদের গ্রহণ করেছে, যাদের প্রধানমন্ত্রীর দফতর রোমি জনেন, ডোরন স্টাইনব্রিচার ও এমিলি ডামারি হিসেবে শনাক্ত করে। এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রেড ক্রস বলেছে, তাদের স্বাস্থ্য ভাল ছিল।
রবিবার প্রথম তিনজন জিম্মিকে ফেরানোর পর প্রত্যাশা করা হচ্ছে, এই চুক্তি অনুযায়ী ইসরায়েল প্রথম দফায় ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে। হামাসের বক্তব্য অনুযায়ী, রবিবার ৯০ জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া কথা রয়েছে যাদের মধ্যে ৬৯ জন নারী ও ২১ জন কিশোর।
ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসব্যাপী যুদ্ধের বিরতি সংক্রান্ত চুক্তির প্রথম পর্ব তিন ঘন্টার দেরিতে কার্যকরী হয়; এই সময় ইসরায়েলি যুদ্ধবিমান ও কামান গাজা ভূখণ্ডে গোলাবর্ষণ করে।
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।