অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে জনবিল উৎসবে মোরগ-লড়াই

ভারতের জাগিরোডের কাছে জনবিল উৎসবের অংশ হিসেবে মোরগ-লড়াইয়ের আয়োজন করা হয়; সেখানে মোরগরা একে অপরকে আক্রমণ করে। শুক্রবার, ১৭ জানুয়ারি।

জনিবিল হল তিওয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী দেশজ উৎসব। এই উপলক্ষ্যে বিশাল বাজারও বসে।

যদিও মোরগদের লড়াই করতে বাধ্য করা হয় বলে অনেক আন্তর্জাতিক পশু অধিকার সংস্থা ভ্রুকূটি করে থাকে। তা সত্ত্বেও দক্ষিণ-পূর্ব ও মধ্য এশিয়ায় মোরগ-লড়াই এখনও খুব সাধারণ ঘটনা। (এপি)


XS
SM
MD
LG