অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেসএক্স স্টারশিপের যন্ত্রাংশ সর্বসাম্প্রতিক পরীক্ষার সময় আকাশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে


স্পেসএক্স ’এর প্রকাণ্ড ও আগামী প্রজন্মের মেগা-রকেটের সর্বসাম্প্রতিক পরীক্ষা শেষের সময়ে উপরের অংশ নাটকীয়ভাবে আটলান্টিকের উপর বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার, ১৭ জানুয়ারি।

মঙ্গলগ্রহে উপনিবেশ স্থাপনের মাস্কের উচ্চাকঙ্ক্ষার প্রধান হাতিয়ার হল এই পুরনো রকেট; অন্য দিকে, চন্দ্রপৃষ্ঠে মানুষ অবতরণকারী হিসেবে নাসা এই রকেটের উন্নততর ও আরও আধুনিক সংস্করণ ব্যবহার করতে আগ্রহী। (এএফপি)

XS
SM
MD
LG