অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কিছু অংশে আঘাত হেনেছে শীতকালীন ঝড় 


যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, একটি শক্তিশালী ও বিপজ্জনক শীতকালীন ঝড় দেশের মধ্যাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়াতে তুষারপাতে আচ্ছাদিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্য। রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস মধ্য-পশ্চিম থেকে পূর্ব উপকূল পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। কানসাস এবং মিসৌরি রাজ্যে তুষারঝড়ের আশংকা করা হচ্ছে।

এই দুই রাজ্যে তুষারঝড়ের সতর্কতা জারি করার পাশাপাশি ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, প্রবল বাতাস ও তুষারপাতের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে যাতায়াত "খুবই কঠিন থেকে অসম্ভব" হয়ে পড়তে পারে।

তারা আরও বলেন, ঝোড়ো বাতাসে গাছের শাখা ভেঙে যেতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের সমতলভূমি থেকে পূর্ব উপকূল পর্যন্ত লক্ষ লক্ষ আমেরিকান তুষারঝড়, ভারী তুষার, বিপজ্জনক বরফ এবং তুষারবৃষ্টির ঝুঁকির মুখে, যা সোমবার, ৬ জানুয়ারি সকালের পর থেকে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

XS
SM
MD
LG