অ্যাকসেসিবিলিটি লিংক

আটলান্টার কার্টার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া


জর্জিয়ায় শুরু হয়েছে জিমি কার্টারের দীর্ঘ বিদায়পর্ব, যেখানে ১০০ বছরেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্টের জীবনযাত্রা শুরু হয়েছিল। শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় মোড়ানো কার্টারের কফিনসহ একটি গাড়ি বহর আমেরিকাসের ফিবি সামটার মেডিক্যাল সেন্টার থেকে যাত্রা শুরু করে তার জন্মস্থান প্লেইন্স ও পারিবারিক খামারের মধ্যে দিয়ে যায়।

প্রয়াত প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সাবেক সিক্রেট সার্ভিস এজেন্টরা কফিন বহনের দায়িত্ব পালন করেন।

কার্টার পরিবার তাদের সাথে ছয় দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করতে যাচ্ছে।

সামরিক বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, গাড়ি বহর জর্জিয়া ক্যাপিটল ভবনের বাইরে থামে, যেখানে কার্টার ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত রাজ্য সিনেটর এবং ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প ও আটলান্টার মেয়র অ্যান্ড্রে ডিকেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা এক মিনিটের নীরবতা পালন করেন।

কার্টার ২০ জানুয়ারী, ১৯৭৭-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন এবং চার বছর তিনি দায়িত্বে ছিলেন।

XS
SM
MD
LG