অ্যাকসেসিবিলিটি লিংক

বরফের উৎসবে যোগ দিতে উত্তর চীনের শীতল শহরে মানুষের ভিড়


পৰ্যটকদের উত্তর চীনের হারবিন শহরের আইস অ্যান্ড স্নো ওয়ার্লডে ভিড় জমাতে দেখা যাচ্ছে, যেখানে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫।

উত্তর চীনের হেইলংজিয়াং অঞ্চলের রাজধানী হারবিনে অনুষ্ঠিত বার্ষিক বরফ উৎসব আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহান্তে শুরু হচ্ছে।

উৎসবটির সূচনা হয় আতশবাজি, রঙিন ও ঝলমলে বরফের দুর্গ ও ভাস্কর্য, এবং উত্তেজনাপূর্ণ সুপার আইস স্লাইডসের মাধ্যমে।

হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের কর্মীদের মতে, এই বছরের আয়োজন ইতিহাসে সবচেয়ে বড়। এতে ৩,০০,০০০ ঘনমিটার বরফ এবং তুষার ব্যবহার করা হয়েছে, যা এখন পর্যন্ত ব্যবহৃত সর্বোচ্চ পরিমাণ।

চীনের অন্যতম শীতল শহর হারবিনে তাপমাত্রা -৩৫°সেলসিয়াস (-৩১°ফারেনহাইট) পর্যন্ত নামতে পারে। তা সত্ত্বেও ১৯৮৩ সালে সূচনা হওয়ার পর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শককে আকৃষ্ট করেছে উৎসবটি।

XS
SM
MD
LG