অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের এক বাজারে অগ্নিকাণ্ড, নিহত ৮


চীনের এক বাজারে অগ্নিকাণ্ড, নিহত ৮
please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

চীনের উত্তরাঞ্চলে হেবেই প্রদেশে একটি সবজি বাজারে অগ্নিকাণ্ডের ফলে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সে দেশের সরকারি টেলিভিশন। শনিবার, ৪ জানুয়ারি।

ঝ্যাংজিয়াকু শহরে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ভোরের দিকে আগুন ছড়িয়ে পড়ার এক ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, আচ্ছাদিত বাজারের মধ্যে লেলিহান আগুন জ্বলছে এবং এই শহরের কিয়াওসি জেলার আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী।

পানি দিয়ে বাজারের আগুন নেভাতে দেখা যায় দমকল কর্মীদের; এবং এর ফলে আগুন অনেকাংশে নিভে গিয়েছে। (রয়টার্স)

XS
SM
MD
LG