অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


বাংলাদেশে শীতের মৌসুম
বাংলাদেশে শীতের মৌসুম

বাংলাদেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে শুক্রবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে বাংলাদেশে সবচেয়ে কম তাপমাত্রা।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার সকাল ৬টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সকাল ৯ টায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ সময় বাতাসের আদ্রতা ১০০ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার ছিল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পঞ্চগড়ে শুক্রবার সকাল থেকে রোদ উঠলেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। হিমেল বাতাসে পঞ্চগড়ের জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। এতে দুস্থ অসহায় দরিদ্র দিনমজুর পরিবারগুলো দুর্ভোগে পড়েছে বেশি। গরম কাপড়ের অভাব ও আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছে তারা।

XS
SM
MD
LG