অ্যাকসেসিবিলিটি লিংক

রোমে বরফ শীতল নদীতে ঐতিহ্যবাহী স্নানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান ইতালীয়রা


ইতালীয়রা রোমের কাভুর ব্রিজ থেকে টাইবার নদীর হিমশীতল জলে ঝাঁপ দিয়ে নতুন বছরকে স্বাগত জানান। বুধবার, ১ জানুয়ারি, ২০২৪।

বার্ষিক টাইবার ডাইভ ১৯৪৬ সাল থেকে নববর্ষের দিনে উদযাপিত হয়ে আসছে।

এই বছর তিনজন ডুবুরী রাজধানী রোমের কেন্দ্রস্থলে কাভুর ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন।

XS
SM
MD
LG