অ্যাকসেসিবিলিটি লিংক

 
রোমে বরফ শীতল নদীতে ঐতিহ্যবাহী স্নানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান ইতালীয়রা

রোমে বরফ শীতল নদীতে ঐতিহ্যবাহী স্নানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান ইতালীয়রা


ইতালীয়রা রোমের কাভুর ব্রিজ থেকে টাইবার নদীর হিমশীতল জলে ঝাঁপ দিয়ে নতুন বছরকে স্বাগত জানান। বুধবার, ১ জানুয়ারি, ২০২৪।

বার্ষিক টাইবার ডাইভ ১৯৪৬ সাল থেকে নববর্ষের দিনে উদযাপিত হয়ে আসছে।

এই বছর তিনজন ডুবুরী রাজধানী রোমের কেন্দ্রস্থলে কাভুর ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন।

XS
SM
MD
LG