যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রাজধানী সানাতে অবস্থিত সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা শুরু করেছে। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪।
কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমান হুথি কমান্ড-কন্ট্রোল কেন্দ্র, উন্নত অস্ত্র উৎপাদন এবং গুদামঘরের ওপর হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশযানসহ।
আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানগুলোতে হামলা করা হয়েছে, সেগুলো দক্ষিণ লোহিত সাগর এবং এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হত।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিমানগুলি হুথি উপকূলীয় রাডার সাইট, সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং লোহিত সাগরের ওপর একটি ইউএভি-ও ধ্বংস করেছে।
হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরের করিডরে তাদের নৌপরিবহনে-এ আক্রমণ চালাচ্ছে।
তারা বলছে, ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি না মেনে নেওয়া পর্যন্ত এই সব হামলা অব্যাহত থাকবে।
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।