অ্যাকসেসিবিলিটি লিংক

স্মোলেনস্ক তেল ডিপোর কাছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী 


স্মোলেনস্ক তেল ডিপোর কাছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী 
please wait

No media source currently available

0:00 0:00:21 0:00

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের একটি তেল ডিপোর কাছ থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪।

ইয়াতসেভোতে রোসনেফট তেল ডিপোর কাছে একটি সড়কে তোলা এই ভিডিওটিতে সাইরেনের শব্দও শোনা যাচ্ছে।

স্মোলেনস্কের গভর্নর ভাসিলি আনোখিন টেলিগ্রামে পোস্ট করেছেন যে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করলে সেটা তেল ডিপোর কাছে পড়ে।

তিনি আরও বলেন যে ড্রোন হামলার ফলে তেলের ডিপোতে জ্বালানি ছড়িয়ে পড়ে এবং সেখানে আগুন লেগে যায়।

ভিডিওটি যেখানে দাঁড়িয়ে তোলা হয় তার থেকে প্রায় ২৫০ মিটার ( বা ৮২০ ফুট) দূরে রোসনেফট তেল ডিপো।

আনোখিন টেলিগ্রামে লিখেছেন যে পরিস্থিতি 'নিয়ন্ত্রণে' ছিল, তবে বিস্তারিত কোন তথ্য দেননি।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

XS
SM
MD
LG