অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ


কেনিয়ার রাজধানী নাইরোবিতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪।

বিক্ষোভকারীরা বলে, তারা একের পর এক সরকারের সমালোচক অপহরণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। সরকার-বিরোধীদের অপহরণের ঘটনার কোন ব্যাখ্যা পাওয়া যায় নি।

মানবাধিকার সংগঠনগুলোর মতে সাম্প্রতিক মাসগুলোতে কয়েক ডজন কেনিয়ার নাগরিককে অপহরণ করা হয়েছে। তারা কেনিয়ার পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলিকে বিচারবহির্ভূত গ্রেপ্তারের জন্য দায়ী করেছে।

কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে সরকার বিচারবহির্ভূত হত্যা বা অপহরণ সমর্থন করে না এবং তাতে জড়িতও নয়।

XS
SM
MD
LG