গাজার দেইর আল-বালাহ শহরের ডজনখানেক তাঁবু, যেগুলি মাসখানেক ব্যবহারে বেহাল দশায় ছিল, তা রাতভর ঝড় এবং বৃষ্টির কারণে উড়ে গেছে বা প্লাবিত হয়েছে। সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪।
পরিবারগুলো এখন তাদের ক্ষতিগ্রস্ত তাঁবু মেরামত করতে হিমশিম খাচ্ছে।
যুদ্ধের কারণে গাজায় একাধিকবার বাস্তুচ্যুত হওয়া লক্ষ লক্ষ মানুষ অতিরিক্ত কষ্টের সম্মুখীন হয়েছে, এবং দ্বিতীয় শীত তাদের বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলেছে।
গাজার কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে এই অঞ্চলের বেশিরভাগ তাঁবু আশ্রয়ের জন্য অযোগ্য বলে মনে হয়েছে। অতিরিক্ত প্রয়োজনীয় তাঁবু নিয়ে আসতে বাধা দেওয়ার জন্য তারা ইসরায়েলকে দোষারোপ করেছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে যে তারা হাজার হাজার ত্রাণবাহী ট্রাককে খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয়ের সরবরাহ নিয়ে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বাহিনী ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে, মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।