যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অন্তত ১০টি টর্নেডো যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য টেক্সাস, লুইজিয়ানা এবং মিসিসিপিতে আঘাত হেনেছে, যার ফলে হিউস্টনের কাছে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪।
টেক্সাসের ক্রোকেট শহরে একটি তীব্র টর্নেডো একাধিক গাছ এবং বিদ্যুতের লাইন উপড়ে ফেলেছে। সেইসঙ্গে একটি নার্সিং হোমের কাছে অবস্থিত একটি ক্লিনিকের ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়। একটি পানির পাইপ ফেটে যাওয়ায় পানির স্তর আরও বৃদ্ধি পায়, ফলে চালক ও বাসিন্দাদের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়।
টেক্সাসের ডিকিনসনের গালভেস্টন বে অঞ্চলে তীব্র ঝড় আঘাত হেনেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেক্সাস গালফ কোস্টে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হয়।