অ্যাকসেসিবিলিটি লিংক

 
কসোভোর রাস্তায় সান্টা পোশাকে হাজার হাজার মানুষের দাতব্য ম্যারাথনে অংশগ্রহণ

কসোভোর রাস্তায় সান্টা পোশাকে হাজার হাজার মানুষের দাতব্য ম্যারাথনে অংশগ্রহণ


কসোভোর রাজধানী প্রিস্টিনায় "রান সান্টা ক্লজ" ম্যারাথন দৌড়ের নবম সংস্করণে সান্টা পোশাক পরে হাজার হাজার মানুষ অংশ নেয়। রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪।

ডিসেম্বরের সবচেয়ে বড় ইভেন্টগুলির মধ্যে একটি, এই ম্যারাথন দুঃস্থদের জন্য তহবিল সংগ্রহ করে৷

অংশগ্রহণকারীরা মূলত কসোভোর স্থানীয় হলেও বলকান দেশটিতে নিযুক্ত নেটোর শান্তিরক্ষা মিশনের অনেক সৈন্যও এতে যোগ দেয়।

XS
SM
MD
LG