রবিবার, ১৫ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতে রাশিয়ার গ্রোজনির এক ভবনে ড্রোন আঘাত হানার মুহূর্তটি ধরা পড়ে।
চেচেন নেতা রমজান কাদিরভের মতে, ইউক্রেনীয় ড্রোন সম্প্রতি শহরটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কাদিরভ বলেছেন যে বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করে এবং আরেকটি ড্রোন বিশেষ বাহিনীর আবাসিক ভবন রয়েছে এমন এক এলাকায় গিয়ে পড়ে।
কাদিরভ আরও বলেন, বৃহস্পতিবার একটি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার চেচনিয়ার ককেশাস অঞ্চলে একটি পুলিশ ব্যারাকের ছাদে আঘাত হানলে চারজন আহত হয়।
কাদিরভ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের একজন সোচ্চার সমর্থক এবং যুদ্ধের জন্য চেচেন বাহিনীও মোতায়েন করেছেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।