১০ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জিলেসের উত্তর-পশ্চিমে প্রবল বাতাসে সৃষ্ট দাবানল দাউ দাউ করে জ্বলছে
সৈকত শহর মালিবুর কিছু বাসিন্দা সে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ এই দাবানলে ঘরবাড়ি বিপন্ন হয়েছে ,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার পর্যন্ত এই দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। দাবানলে অল্প সংখ্যক বাড়িঘর পুড়ে গেছে। তবে এতে কোন হতাহত বা প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি ( রয়টার্স)