প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিহীন সিরিয়ায় নতুন যুগের সূচনার পরদিন দামেস্কের সিরিয়ানরা বেকারি এবং গ্যাস বিতরণ কেন্দ্রের সামনে সারিবদ্ধ। সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪।
আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর সোমবার একটি আশাব্যঞ্জক কিন্তু অনিশ্চিত যুগে পদার্পণ করার শুরুতে দামেস্ক আবার প্রাণ ফিরে আসে।
বিদ্রোহীরা ঝটিকা অভিযান চালিয়ে ১০ দিনের মধ্যে সিরিয়ার রাজধানীয় দামেস্কের দখল নেওয়ার পর রবিবার সকালে দেশটির সরকারের পতন হয়। এতে ১৩ বছরের গৃহযুদ্ধ এবং আসাদ পরিবারের ৫০ বছরের ইস্পাত কঠিন শাসনামলের অবসান ঘটে।
যানবাহন রাস্তায় চলাচল শুরু করে এবং রাতের কারফিউ শেষে লোকেরা বেরিয়ে আসলেও বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এবং দুই বাণিজ্যিক ব্যাংকার অনুসারে, সিরিয়ার ব্যাঙ্কগুলি মঙ্গলবার ১০ ডিসেম্বর আবার খুলবে এবং কর্মীদের অফিসে ফিরে যেতে বলা হয়েছে। তারা আরও বলেছে, সিরিয়ার মুদ্রার ব্যবহার অব্যাহত থাকবে।