সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর ইউ এস সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের সেনাবাহিনী রবিবার সিরিয়ার কেন্দ্রে ইসলামিক স্টেটের কয়েক ডজন অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন আসাদ প্রশাসনের পতনকে ন্যায় বিচারের মৌলিক পদক্ষেপ বলে অভিহিত করেন।
প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, চীন বিশ্বে একমাত্র দেশ যারা বিশ্বের আইন ভিত্তিক বিন্যাস পরিবর্তনের ইচ্ছা এবং ক্রমবর্ধমান সক্ষমতা রাখে। অস্টিন সোমবার জাপানে নৌ ঘাঁটি ইয়োকোসুকায় আমেরিকান নাবিকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন।
সংগীতকার বনি রেইট, চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা, মিউজিশিয়ান আর্তুরো সান্ডোভাল এবং রক ব্যান্ড দ্য গ্রেটফুল ডেড- কে শিল্পক্ষেত্রে তাদের সারা জীবনের কাজের জন্য কেনেডি সেন্টার অনার্সে সন্মানিত করা হয়। হারলেমের বিখ্যাত অ্যাপোলো থিয়েটারকেও সন্মান জানানো হয়।