অ্যাকসেসিবিলিটি লিংক

 
দক্ষিণ কোরীয়াতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, বিরোধীরা নতুন অভিশংসনের পরিকল্পনা করছে

দক্ষিণ কোরীয়াতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, বিরোধীরা নতুন অভিশংসনের পরিকল্পনা করছে


রবিবার, ৮ ডিসেম্বর সন্ধ্যায় প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে সোলের জাতীয় পরিষদের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ অব্যাহত রাখে।

ঠিক তার আগের দিন, প্রেসিডেন্ট ইউল সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার কারণে অভিশংসন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। পুরো ঘটনা দেশে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।

তবে দেশটির প্রধান বিরোধী দল বলেছে যে সামরিক আইন ঘোষণার ভিত্তিতে ইউলেকে অভিশংসনের জন্য আবার চেষ্টা করা হবে।

ইয়ুন সুক ইয়ুলের সাময়িক সামরিক আইন জারি করাকে ঘিরে বিরোধীদের নেতৃত্বে অভিশংসনের প্রথম ভোট ব্যর্থ হয়েছে কেননা ইয়ুনের দল ভোট বর্জন করায় প্রয়োজনীয় কোরাম সংগ্রহ করতে পারেনি তারা।

XS
SM
MD
LG