অ্যাকসেসিবিলিটি লিংক

 
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় অগ্নিকাণ্ড: ৯ জন নিহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় অগ্নিকাণ্ড: ৯ জন নিহত


ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। শুক্রবার, ৬ ডিসেম্বর।

স্থানীয় গভর্নর বলেছেন, রাশিয়ার হামলায় গাড়ির একটি গ্যারেজ ও পরিষেবা কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে; তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন, তাতে লেলিহান অগ্নিশিখা এবং রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

প্রায় তিনি বছর ধরে চলা যুদ্ধের মাত্রা কয়েক সপ্তাহ ধরে বৃদ্ধির পরে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হাড়কাঁপানো শীতের মাসের শুরুতে মস্কো তাদের হামলা আরও বাড়াচ্ছে। (এএফপি)

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে। দু'বছর পরও ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন অব্যাহত রয়েছে।

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7891040.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

XS
SM
MD
LG