অ্যাকসেসিবিলিটি লিংক

 
হাজার হাজার বাজেয়াপ্ত অস্ত্র গলিয়ে দিয়েছে কলম্বিয়ার কর্তৃপক্ষ

হাজার হাজার বাজেয়াপ্ত অস্ত্র গলিয়ে দিয়েছে কলম্বিয়ার কর্তৃপক্ষ


একাধিক অপরাধী গোষ্ঠীর থেকে বাজেয়াপ্ত করা ২৩ হাজারের বেশি রাইফেল, পিস্তল, রিভলভার, মর্টার, গ্রেনেড লঞ্চার ও অত্যাধুনিক ট্রমাটিক অস্ত্র গলিয়ে ফেলা হয়েছে কলম্বিয়াতে। বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর।

এই অস্ত্রগুলিকে ধাতব বস্তুতে রূপান্তরিত করা হচ্ছে এবং নির্মাণ সরঞ্জাম হিসেবে এগুলি ব্যবহৃত হবে।

কলম্বিয়ার যৌথ সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুগো লোপেজ ব্যারেটো বলেছেন, বিনষ্ট করে দেওয়া আগ্নেয়াস্ত্রগুলি “ঐতিহাসিক” বছরের সাক্ষী; এই বছর ৫০ হাজার অস্ত্র উদ্ধার করে গলিয়ে কাঁচামাল হিসেবে পুনরায় ব্যবহারের যোগ্য করে তোলা হয়েছে। (এপি)

XS
SM
MD
LG