অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহীরা সিরিয়ার আলেপ্পো দখল নেওয়ার পর ধ্বংসাবশেষ পরিস্কার করছেন স্বেচ্ছাসেবীরা


২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার সরকারের থেকে সিরিয়ার দ্বিতীয় শহর ইসলামপন্থীদের নেতৃত্বাধীন বিদ্রোহীরা দখল করার পর ধ্বংসাবশেষ সরাতে ‘হোয়াইট হেলমেটস’ নামে পরিচিত সে দেশের নাগরিক প্রতিরক্ষার সদস্যরা আলেপ্পো শহরে পরিচ্ছন্নতার অভিযান চালু করেছেন। বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে অতর্কিতে হামলার মাধ্যমে আলেপ্পো অবরোধের কয়েকদিন পর, বৃহস্পতিবার, সে দেশের মধ্যাঞ্চলের শহর হামা-র দখল নিয়েছে বিদ্রোহীরা।

ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা এক সপ্তাহের সামান্য আগে তাদের হামলা শুরু করে; ঠিক ইসরায়েল ও আসাদের মিত্র লেবাননের হিজবুল্লাহের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার সময় থেকে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলা ও এক ধরনের কথিত বেসামরিক সরকার গঠনের আশায় স্তিমিত গৃহযুদ্ধকে পুনরায় উস্কে দিয়েছে বিদ্রোহীরা। (এএফপি)

XS
SM
MD
LG